বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়টি ছিল দুর্দান্ত: তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০২০, ১৭:২৩

২০০৭ সালের আইসিসি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারতকে। যা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে এখনও যন্ত্রণার মুহূর্ত। সেই ছিটকে যাওয়ার নেপথ্যে ছিল প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হার।

এক ক্রিকেট ওয়েবসাইটের ভিডিয়োকাস্টে বাংলাদেশের সেই দলের অন্যতম সদস্য তামিম ইকবাল মুখ খুলেছেন সেই ম্যাচ নিয়ে। সঞ্জয় মঞ্জরেকারের সঙ্গে আলাপচারিতায় বাঁ-হাতি ওপেনার বলেছেন, ‘২০০৭ বিশ্বকাপে যখন ভারতের বিরুদ্ধে খেলছিলাম, তখন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলীকে দেখতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমি শুধু ওদের দেখে যাচ্ছিলাম। এই কিংবদন্তিদের উপস্থিতিতে খেলছি বলে খুব খুশি ছিলাম।’

সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল মাত্র ১৯১ রান। রান তাড়া অনায়াসেই সেরেছিল বাংলাদেশ। তামিম ঝোড়োগতির পঞ্চাশ করে জেতার পথ গড়ে দিয়েছিলেন। তামিমের কথায়, ‘ভারতের ইনিংস শেষ হওয়ার পর জানতাম যে আমাদের জেতার সম্ভাবনা রয়েছে। ব্যাট করতে নেমে উল্টোদিকে জহির খানকে দেখেছিলাম বল হাতে। ঘণ্টায় ১৪০ কিমি গতিতে বল করে এমন কাউকে সামলাতে পারব, বলেছিলাম নিজেকেই। জহিরের প্রথম বল কোনও মতে সামলেছিলাম। পরের বলে মেরেছিলাম বাউন্ডারি। আর তাতে মিলেছিল আত্মবিশ্বাস।’

ক্রিকেট জীবনে যাঁদের নায়কের সম্মান দিতেন, তাঁদের বিরুদ্ধে খেলার আনন্দে অভিভূত ছিলেন তামিম। তিনি বলেছেন, ‘হিরোদের বিরুদ্ধে খেলছি বলে দারুণ খুশি ছিলাম। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সেই জয় ছিল দুর্দান্ত। ক্রিকেটার থেকে ক্রিকেটপ্রেমী, সবার কাছেই ওটা ছিল দুর্দান্ত জয়। বাংলাদেশ যে কিছু করার ক্ষমতা রাখে, সেই আশা দেখিয়েছিল ওই জয়ই।’ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সেটাই ছিল বাংলাদেশের প্রথম জয়।

(ঢাকাটাইমস/৫ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

অলিম্পিকের জন্য নতুন রূপে সাজছে ঐতিহ্যের শহর প্যারিস

চ্যাম্পিয়নস লিগ: রিয়ালের কাছে হারে কোনো অনুশোচনা নেই গার্দিওলার

‘সবাই ভেবেছিল আমরা শেষ, কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো মরে না’

যুক্তরাষ্ট্রের ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

আইপিএলে মুস্তাফিজের পরবর্তী ম্যাচ কবে, কখন

নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এই বিভাগের সব খবর

শিরোনাম :