রোনালদোর ফিটনেস দেখে অবাক জুভেন্টাসের চিকিৎসকরা

প্রকাশ | ০৫ জুন ২০২০, ১৭:৪৮ | আপডেট: ০৫ জুন ২০২০, ১৭:৪৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

জুভেন্টাসের চিকিৎসকদের অবাক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লকডাউনের পর ইতালিতে ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন সিআর সেভেন। দলের অনুশীলনে যোগ দেওয়ার পর মেডিকেল টেস্ট হয় পর্তুগিজ তারকার। সেই টেস্টের ফলাফল দেখে অবাক হয়ে যান জুভেন্টাসের চিকিৎ‍সকরা।

দেখা যায় লকডাউনের আগে রোনালদো যা ফিট ছিলেন, তার চেয়েও এখন বেশি ফিট তিনি। রোনালদোর সর্বোচ্চ গতি বেড়েছে। এমনকি শরীরে ফ্যাটের পরিমাণ একটুও বাড়েনি। তিন মাসেরও বেশি সময় ধরে না খেলার পরেও এই ফিটনেস ধরে রাখা কার্যত মিরাকেলের সমান।

লকডাউনের সময়ে পর্তুগালে থাকাকালীন প্রতিদিন প্রায় চার ঘণ্টা শারীরিক কসরত করতেন রোনালদো। তারই প্রতিফলন পড়েছে লকডাউনের পর তাঁর মেডিকেল রিপোর্টে। ২২ জুন মাঠে কামব্যাক করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতালিয়ান সিরি এ-র ম্যাচে সেদিন বোলোনার মুখোমুখি হবে জুভেন্টাস।

(ঢাকাটাইমস/৫ জুন/এসইউএল)