বিশ্ব পরিবেশ দিবসে ময়ূরপঙ্খী গ্রিন গার্ডেনের সূচনা

প্রকাশ | ০৫ জুন ২০২০, ১৮:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাদকৃষি ও গ্রিন গার্ডেনের উদ্বোধন করেছে ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা।

শুক্রবার দিবসটি উপলক্ষে সংস্থাটির ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের যাত্রা এবং রাজধানীর মিরপুরে কার্যালয় ভবনের ছাদে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।

ঢাকা মহানগরের প্রত্যেকটি বাড়ির ছাদে এই ছাদকৃষি ও গ্রিন গার্ডেন যাতে করা যায় সে ব্যাপারে কাজ করার আশা প্রকাশ করে রুহিত সুমন বলেন, ‘প্রযুক্তি এসে যেমন আমাদের জীবন যাপনকে সহজ করেছে, তেমনই ক্ষতিকর প্রভাব পড়েছে পরিবেশের ওপরে। পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সকলের ওপরেই বর্তায়। একটু চেষ্টা করলেই আমরা পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারি। আমরা যেভাবে পরিবেশ রক্ষা করতে পারি।‘

রুহিত সুমন বলেন, ‘গাছ পরিবেশে অক্সিজেন জোগানো ছাড়াও আরও নানাভাবে পরিবেশ রক্ষা করে। তাই পরিবেশ বাঁচাতে আমাদের সবার গাছ লাগানো প্রয়োজন। এছাড়া গাছ বাঁচলে বন্যপ্রাণীও বাঁচবে। তাই পরিবেশের জন্য গাছ লাগানো খুব প্রয়োজনীয়। পানির অপর নাম জীবন। পানি যাতে নষ্ট না হয়, সেদিকে আমাদের সবার দৃষ্টি দেয়া একান্ত জরুরি। বৃষ্টির পানি সংরক্ষণ করে পানি সঞ্চয় করা সম্ভব। ভূগর্ভস্থ পানি কমে আসছে। তাই আমাদের পানি অপচয় করা থেকে বিরত থাকতে হবে। পরিবেশে প্লাস্টিকের প্রভাব অত্যন্ত ক্ষতিকর। তাই একবার মাত্র ব্যবহার করা যায় এরকম প্লাস্টিকের ব্যবহার আমাদের সবাইকে বর্জন করতে হবে। প্লাস্টিকের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূগর্ভস্থ জল। এমনকি মৃত্যু হচ্ছে নানা ধরনের সামুদ্রিক প্রাণীরও।‘

তিনি আরও বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যুৎ‍ উ্যপন্ন হয় কয়লা পুড়িয়ে। এর ফলে প্রচুর পরিমাণ গ্রিন হাউস গ্যাস নির্গত হয়। গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড পরিবেশে দূষণ ঘটায়। তাই সোলার পাওয়ার এবং উইন্ড পাওয়ারের মতো শক্তির ব্যবহার বাড়াতে হবে। রাস্তায় যত বেশি সংখ্যাক গাড়ি বেরোবে, তত দূষণ বাড়বে। সেই কারণে লকডাউনে পরিবেশ স্বচ্ছ থাকায় বহু দূর থেকেও হিমালয় দেখা গেছে। লকডাউন উঠলেও চেষ্টা করুণ ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহণ ব্যবহার করতে। গণপরিবহণ ব্যবহার করলে রাস্তায় গাড়ির সংখ্যা কমবে।‘

ঢাকাটাইমস/০৫জুন/কারই/ইএস