চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ম্যাংগো ট্রেনের যাত্রা শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০২০, ১৯:৪৭

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে যাত্রা শুরু করেছে স্পেশাল ম্যাংগো ট্রেন। শুক্রবার বিকেল ৪টার দিকে ৮০০ কেজি আম ও ২০০ কেজি ঘি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ওই ট্রেনটির উদ্বোধন করেন মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি।

চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মুনিরুজ্জামান জানান, স্পেশাল ম্যাংগো ট্রেনটি প্রতিদিন বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আমনুরা বাইপাস, কাঁকনহাট, রাজশাহী, সরদহ, আড়ানি ও আব্দুলপুর বাইপাস স্টেশনে থেকে আম নিয়ে যাবে। ট্রেনটির মোট ছয় ওয়াগনে আম, শাক-সবজিসহ যেকোন ধরনের পার্সেল মালামাল বহন করা যাবে। প্রতি কেজি আমের ভাড়া হিসেবে ১ টাকা ৩১ পয়সা নির্ধারণ করা হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, জেলা প্রশাসক নূরুল হক, পশ্চিম রেলের বিভাগী বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ইকবাল হুছাইন, চেম্বার অফ কমার্সের সভাপতি এরফার আলী, সদর থানার ওসি জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীরা।

ঢাকাটাইমস/৫জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :