নোয়াখালীতে আরও ৩৯ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ০৫ জুন ২০২০, ২০:১১

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালীতে আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার একজন কাউন্সিলর ও তার মেয়েসহ তাদের বাড়ির ১১ জন সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় এর সংখ্যা ৮৮০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ওই কাউন্সিলর ও তার মেয়েসহ তাদের বাড়ির ১১ জন সদস্য রয়েছেন। তাদেরসহ বেগমগঞ্জ উপজেলায় ৩৮ জন শনাক্ত হয়েছেন। এছাড়া নতুন শনাক্তদের মধ্যে সদরের একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৮৮০ জনের মধ্যে বেগমগঞ্জের ৪২১ জন, সদরের ১৯৮ জন, কবিরহাটের ৬৮ জন, সেনবাগের ৫৬ জন, চাটখিলের ৫৫ জন, সোনাইমুড়ীর ৪৭ জন, সুবর্ণচরের ২১ জন, কোম্পানীগঞ্জের আট ও হাতিয়ায় ছয়জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৭ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের।

ঢাকাটাইমস/৫জুন/পিএল