সিংড়ায় আরো একজনের করোনা শনাক্ত

প্রকাশ | ০৫ জুন ২০২০, ২০:১৯

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের সিংড়ায় বিজন কুমার (৩২) নামে আরো একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি পৌর শহরের দমদমা মহল্লার বাসিন্দা এবং ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী।

গত ৩০ মে তার নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়। পরে বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের করোনা (রামেক) ল্যাব থেকে তার করোনা পজেটিভ বলে জানানো হয়েছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, উপজেলায় নতুন ভাইরাস শনাক্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করার পর ফলাফল এসেছে ১৮০ নমুনার। বৃহস্পতিবার দুইজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। একজন নাটোরের সিংড়ার এবং অন্যজন পাবনার।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, নাটোর জেলায় করোনা আক্রান্ত ৬১ জনের মধ্যে সিংড়া উপজেলায় ১৯ জন। এর মধ্যে একজন মৃত ব্যক্তির করোনা পজেটিভ ছিল। অন্য ১৮ জনের মধ্যে এ পর্যন্ত নয়জন সুস্থ  হয়েছেন। বাকি নয়জন আইসোলেশনে রয়েছেন। তাদের সার্বিক খোঁজ খবর নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/৫জুন/কেএম)