রাবি শিক্ষকের করোনা শনাক্ত

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০২০, ২১:০৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের এক শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকার একটি কোয়ার্টারে থাকেন। বর্তমানে ওই শিক্ষক তার বাসায় আইসোলেশনে আছেন।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়া আমাদের রসায়ন বিভগের সেই সহকর্মী বর্তমানে পশ্চিমপাড়া শিক্ষকদের আবাসিক এলাকায় তার বাসায় আইসোলেশনে রয়েছেন। সিভিল সার্জনকে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হার্টের চিকিৎসার জন্য ওই শিক্ষক গত ৩ জুন রাজশাহী থেকে ঢাকায় যান। সেখানে চিকিৎসকের পরামর্শে নমুনা পরীক্ষা করান। এতে তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। বৃহস্পতিবার রাতে ওই শিক্ষক ব্যক্তিগত গাড়িতে রাজশাহীতে আসেন।

(ঢাকাটাইমস/৫জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :