চাটখিলে মৃত নারী করোনায় আক্রান্ত ছিলেন

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০২০, ২১:২৪

নোয়াখালীর চাটখিল উপজেলায় স্বামীর মৃত্যুর ২৪ ঘণ্টা পর মারা যাওয়া বুলবুলের নাহার (৫৫) করোনায় আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর ওই নারীর নমুনা সংগ্রহ করলেও তার মৃত স্বামী আবু তাহের (৬৫)-এর নমুনা সংগ্রহ করা হয়নি।

শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাক আহমেদ।

তিনি বলেন, ৩১ মে রাতে মারা যান চাটখিল পৌরসভার ছয়ানি টগবা এলাকার বাসিন্দা বুলবুলের নাহার। এর আগের দিন ৩০ মে রাতে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে মারা যান ওই নারীর স্বামী আবু তাহের। ৫ জুন (শুক্রবার) আসা রিপোর্টে মৃত বুলবুলের নাহার করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। করোনায় এটি চাটখিলে প্রথম মৃত্যু।

করোনা উপসর্গ নিয়ে বুলবুলের নাহার ও তার স্বামী আবু তাহেরের মৃত্যুর বিষয়ে ১ জুন দুপুরে এ স্বাস্থ্য কর্মকর্তার কাছে জানতে চাইলে স্টোকজনিত কারণে তারা মারা গেছেন বলে দাবি তিনি করেছিলেন।

এমন প্রশ্নের জবাবে ডা. মোস্তাক বলেন, আবু তাহেরের মৃত্যুর বিষয়টি তিনি শুনেননি। তবে পরদিন তার স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে মেডিকেল টিম পাঠিয়ে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।

প্রসঙ্গত, জেলায় করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের।

(ঢাকাটাইমস/৫জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :