নাটোরে সড়কে প্রাণ গেল এনজিও কর্মকর্তার

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০২০, ২২:৩৪

স্বজনকে রক্ত দিতে গিয়ে লাশ হয়ে নাটোর সদর হাসপাতাল মর্গে ঠাঁই হলো ব্র্যাক ম্যানেজার মোস্তফা কামালের। স্বামী হারিয়ে বাকরুদ্ধ আহত স্ত্রী দীপ্তি খাতুন চিকিৎসাধীন রয়েছেন নাটোর সদর হাসপাতালে। শুক্রবার দুপুরে পাটুল-নাটোর সড়কের খোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত দীপ্তি খাতুন জানান, নওগাঁর বদলগাছী উপজেলা ব্র্যাক শাখার ম্যানেজার মোস্তফা কামাল তাকে সাথে নিয়ে মোটরসাইকেলে কর্মস্থল থেকে পাবনার সুজানগর যাচ্ছিলেন নাটোরের পাটুল সড়ক দিয়ে। মোস্তফা তার বোনের অসুস্থ শাশুড়িকে রক্ত দেয়ার জন্য সংক্ষিপ্ত সড়ক পথ বেছে নিয়েছিলেন। পথে খোলাবাড়িয়া এলাকায় ইটবাহী ট্রলি তাদের ধাক্কা দেয়।

গুরুতর আহত স্বামী-স্ত্রীকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে স্বামী মোস্তফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর লাশ পাঠিয়ে দেয়া হয় হাসপাতালের মর্গে। আহত অবস্থায় দীপ্তিকে ভর্তি করা হয়। মাত্র এক বছর আগে বিয়ে হয়েছিল তাদের।

নলডাঙ্গা থানার এসআই রুবেল উদ্দিন জানান, তারা ট্রলিটির সন্ধান পেয়েছেন- শিগগির সেটি জব্দ করা হবে।

(ঢাকাটাইমস/৫জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :