সিলেটের সাবেক মেয়র কামরান করোনায় আক্রান্ত

প্রকাশ | ০৫ জুন ২০২০, ২৩:১৩ | আপডেট: ০৫ জুন ২০২০, ২৩:৩৫

ব্যুরো প্রধান, সিলেট

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার ওসমানী হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার কোভিড-১৯ পজিটিভ আসে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। 

বৃহস্পতিবার বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার পরীক্ষার পর রাতে জানানো ফলাফল পজিটিভ আসে।   

করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেও নিশ্চিত করেছেন কামরান। তবে তিনি সুস্থ রয়েছেন। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। 

এর আগে গত ২৮ মে নমুনা পরীক্ষায় কামরানের স্ত্রী মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা কামরানও করোনায় আক্রান্ত হন। সেদিন বদর উদ্দিন আহমদ কামরানের ফল নেগেটিভ আসে।   

নিজের ও স্ত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

(ঢাকাটাইমস/৫জুন/এলএ)