ইতালিতে একদিনে এক হাজার ৮৮৬ জন সুস্থ

প্রকাশ | ০৬ জুন ২০২০, ০০:০৭

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো

করোনাভাইরাসে বিপর্যস্থ  ইউরোপের দেশ ইতালিতে শুক্রবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৮৮৬ জন। এ নিয়ে দেশটিতে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লক্ষ ৬৩ হাজার ৭৮১ জন। শুক্রবার প্রাণহানি ৮৫ জন এবং মোট প্রাণহানি ৩৩ হাজার ৭৭৪ জন।

আজ নতুন আক্রান্ত ৫১৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দুই লাখ ৩৪ হাজার ৫৩১ জন। আইসিইউতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩১৬ জন। দেশটিতে এখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৬ হাজার ৯৭৬ জন বলে জানিয়েছে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

তিনি আরো জানান, জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। দিনে দিনে আক্রান্ত এবং মৃত্যের সংখ্যা কমতে থাকায় করোনা থেকে শিগগির মুক্তির আশা দেখছে ইতালির ছয় কোটি জনগণ।

এদিকে দেশটিতে ৩ জুন ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। ইতালির ২৬টি বিমানবন্দরের মধ্যে ২৫টি ইতিমধ্যেই খুলে দেয়া হয়েছে। শুধু মিলানের লিনাতে বিমানবন্দর এখনো বন্ধ রয়েছে। গত ৩ জুন থেকে  বিভিন্ন দেশের পর্যটকেরা ইতালিতে আসতে পারবেন এবং ইতালির এক অঞ্চলের জনগণ অন্য অঞ্চলে যেতে পারবেন। এ সময় ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পরিস্থিতি নজরে রাখছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। করোনা বিপর্যয় কাটিয়ে ক্রমে সেই আগের কর্মচাঞ্চল্যে ফিরে পেতে শুরু করেছে ইতালি।

(ঢাকাটাইমস/৬জুন/এলএ)