এক দিন মৃত্যুহীন নিউইয়র্ক

প্রকাশ | ০৬ জুন ২০২০, ০৯:১৯ | আপডেট: ০৬ জুন ২০২০, ০৯:৪৬

ঢাকাটাইমস ডেস্ক

মার্চ মাসে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গত প্রায় তিন মাস ধরে নিউইয়র্ক যেন মৃত্যুর নগরী। এর মধ্যে গত বৃহস্পতিবার (বাংলাদেশে শুক্রবার) ছিল এই মেটাসিটির জন্য একটি আশাপ্রদ দিন। প্রথমবারের মতো কোনো কোভিড-১৯ রোগীর মৃত্যুর খবর দিতে হয়নি স্বাস্থ্য বিভাগকে। এক মৃত্যুহীন দিন দেখল নিউইয়র্ক নগরবাসী।
নিউইয়র্ক নগরীর স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ওই ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কোনো মৃত্যু হয়নি সেখানে। মার্চ মাসের পর এই প্রথম নগরীতে একদিন করোনাভাইরাসে মৃত্যুহীন কাটল।  তবে ওই দিন সিটির বাইরে নিউইয়র্ক অঙ্গরাজ্যে ১১৭ জন মারা যায় করোনাভাইরাসে।
যুক্তরাষ্ট্রে এখন পর‌্যন্ত প্রায় সোয়া লাখ মানুষ করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছে ৩০ হাজারের বেশি। আর নিউইয়র্ক সিটিতে সংখ্যাটি ২১ হাজারের বেশি।
করোনা ঠেকাতে লকঢাউনে থাকা নিউইয়র্ক সিটি খুলে দেওয়া হবে ৮ জুন। তবে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার ঘটনায় উত্তপ্ত যুক্তরাষ্ট্রের শহরে শহরে চলছে বিক্ষোভ।


(ঢাকাটাইমস/৬জুন/মোআ)