গুগলের বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা

প্রকাশ | ০৬ জুন ২০২০, ১০:১১

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

এক নিমিষেই অনেক জটিল প্রশ্নের দিতে পারে গুগল। তাই স্বাভাবিকভাবেই ব্যবহারকারীদের পছন্দের তালিকার শীর্ষে স্থান পেয়েছে এটি। কমবেশি প্রত্যেকেই এই ব্রাউজারে অভ্যস্ত। কেউ কেউ আবার গোপনীয়তা বজায় রাখতে বেছে নিয়েছিলেন ক্রোমের ইনকগনিটো বা প্রাইভেট মোড। কারণ, মনে করা হত যে ওই মোডে ব্যবহারকারীদের ব্রাউজিং হিস্ট্রিতে নজর রাখা হয় না। কিন্তু বর্তমানে যে তথ্য প্রকাশ্যে এসেছে তাতে মাথায় হাত ব্যবহারকারীদের। কারণ, মার্কিন আদালতে ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে গুগলের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তাতে হচ্ছে যে, ক্রোম ব্রাউজারের ‘ইনকগনিটো মোড’-এ ব্যবহারকারীদের তথ্য এমনকী ব্রাউজিং হিস্ট্রিতেও নজর রাখা হয়! এতেই ঘুম উড়েছে বহু ব্যবহারকারীর।

এ বিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে যে, ইনকগনিটো মোড ব্যবহার করলে ব্রাউজিং-এর কোনও তথ্যই ডিভাইসে থাকে না। তবে ইউজার যে ওয়েবসাইট সার্চ করবেন, যদি সেই ওয়েবসাইট চায় সেক্ষেত্রে গুগল অ্যানালিটিকস, গুগল অ্যাড ম্যানেজার- সহ নানা উপায়ে সমস্ত তথ্য সংগ্রহ করা যেতে পারে। এবিষয়টি কখনই ব্যবহারকারীদের থেকে গোপন করা হয়নি। মামলার জবাবে গোটা বিষয়টি প্রমাণ-সহ আদালতের সামনে পেশ করবে বলেই জানিয়েছে সংস্থা।

(ঢাকাটাইমস/৬জুন/এজেড)