অভিনেত্রী মানেই বিনোদন দেওয়ার মানুষ নয়: জ্যোতি

প্রকাশ | ০৬ জুন ২০২০, ১১:৪৬

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

অভিনেত্রী হয়ে শুধুমাত্র বিনোদনের পাত্রী ভাবা, এটার ঘোর বিরোধিতা করেছেন অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি। বিনোদন দেওয়ার জন্য তিনি অভিনয় করেন না। মিডিয়া বা বিনোদন জগৎ এর মানুষ, এরকম নামকরণে আপত্তি রয়েছে এই অভিনয় শিল্পীর।

এই অভিনয়শিল্পী অভিনয় করা প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। আর সেখানে তিনি আপত্তি জানিয়ে লিখেছেন। পোস্টটি তুলে ধরা হলো-

অবশ্যই আমি আপনাদের বিনোদন দিতে বা আনন্দ দিতে কাজ করিনা। আমি কাজ করি আমার আনন্দে, আপনাদের আনন্দ দেওয়া আমার দায়িত্ব না। মিডিয়া-বিনোদন জগৎ-এন্টারটেনমেন্ট এসব নামকরণের সাথে আমার কাজের কোনো সম্পর্ক নেই।

আমি আমার পেশাকে ভালোবেসে কাজ করি। বিসিএস ক্যাডার না হয়ে স্বাধীনভাবে অভিনয় করাকে বেছে নিয়েছি। আমার রুচি অনুযায়ী আমি কাজ করতে পছন্দ করি। আপনার সেটা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। তাতে আমার কিচ্ছু আসে যায় না।

যারা ভাবেন অভিনেত্রী মানেই আপনাদের বিনোদন দিয়ে বেড়াবে। তারা মুড়ি খান এবং আপনার মতো স্টুপিডদের জন্য আমার ১সেকেন্ড সময়ও নাই!

ঢাকাটাইমস/৬জুন/এসকেএস