বেনফিকার টিম বাসে পাথর হামলা, গুরুতর আহত ২ ফুটবলার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুন ২০২০, ১২:২৪

ম্যাচটা জিতলে দ্বিতীয়স্থানে থাকা এফসি পোর্তোর সঙ্গে দু’পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেওয়া যেতো। কিন্তু টোন্ডেলার সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে করোনা পরবর্তী সময় লিগ অভিযানটা বিশেষ সুখের হল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেনফিকার। তার উপর ম্যাচ শেষে ফেরার সময় দুষ্কৃতি দৌরাত্ম্যের শিকার হল বেনফিকার টিম বাস। স্টেডিয়ামে প্রবেশের অনুমতি না থাকায় ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে ভিড় করেছিলেন সমর্থকেরা। সমর্থকদের মধ্যে থেকেই টিম বাসে ছোঁড়া পাথরে আহত হলেন দুই বেনফিকা ফুটবলার।

ঘটনায় টিম বাসের জানালার কাঁচ ভেঙে জার্মান মিডফিল্ডার জুলিয়ান ওয়েগল এবং সার্বিয়ার উইঙ্গার আন্দ্রিজা জিভকোভিচ গুরুতর চোট পেয়েছেন বলে এক বিবৃতি প্রকাশ করেছে বেনফিকা ক্লাব কর্তৃপক্ষ। দু’জন ফুটবলারকেই তড়িঘড়ি ভর্তি করা হয় লিসবনের একটি হাসপাতালে। বিবৃতিতে পাথর ছোঁড়ার ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছে ক্লাব কর্তৃপক্ষ। এমন ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করার কাজে প্রশাসনকে তাঁরা সর্বোতভাবে সাহায্য করবে বলেও জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

বৃহস্পতিবার মিনৌস টন্ডেলার বিরুদ্ধে ড্র করে শীর্ষে যাওয়ার সুযোগ হাতছাড়া করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেনফিকা। গোলপার্থক্যে শীর্ষে থাকলেও ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্টের নিরিখে পোর্তোর সঙ্গে একই মেরুতে অবস্থান করছে তাঁরা। যদিও লকডাউন পরবর্তী সময় লিগের প্রথম ম্যাচে পরাজয় স্বীকার করতে হয়েছে পোর্তোকে। ফ্যামালিসাওয়ের কাছে ১-২ গোলে ম্যাচ হারে তাঁরা। এরপরই শীর্ষে যাওয়ার সুযোগ আসে বেনফিকার সামনে।

লকডাউন পরবর্তী সময় দলের প্রথম ম্যাচ বলে কথা। তার উপর স্টেডিয়ামে প্রবেশের অনুমতি না থাকায় স্টেডিয়ামের গেটের বাইরে প্রিয় ফুটবলারদের অভিবাদন জানাতে জমায়েত হন সভ্য-সমর্থকেরা। কিন্তু এই আনন্দই যে ম্যাচের পর বিষাদের চেহারা নেবে তা আঁচ করতে পারেনি কেউ। লিসবনের একটি মোটরওয়েতে স্টেডিয়াম থেকে ট্রেনিং গ্রাউন্ডে ফেরার পথে টিম বাসে পাথর ছুঁড়ে হামলা চালায় দুষ্কৃতিরা।

(ঢাকাটাইমস/০৬ জুন/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :