বিএসএমএমইউ’র ফিভার ক্লিনিকে নমুনা সংগ্রহ ১৬ হাজার ছাড়িয়েছে

প্রকাশ | ০৬ জুন ২০২০, ১৮:৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা ভাইরাস ল্যাবরেটরিতে করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহের সংখ্যা সাড়ে ১৬ হাজার ছাড়িয়েছে।

গত ১ এপ্রিল একই ভবনের স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে আজকের  ৪৯০ জনসহ এ পর্যন্ত ১৬ হাজার ৬২২ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, একই ভবনের প্রথমতলায় স্থাপিত ফিভার ক্লিনিকে আজ শনিবার ৩৫৩ জনসহ এ পর্যন্ত ১৫ হাজার ৫৮৬ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গত ২১ মার্চ এই ফিভার ক্লিনিক চালু করা হয়।

বিএসএমএমইউয়ের উদ্যোগে রোগীদের সুবিধার্থে হেল্প লাইন, বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত “বিশেষজ্ঞ হেলথ লাইন” ইতোমধ্যে চালু করা হয়েছে। এছাড়াও বহির্বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ঢাকাটাইমস/০৬ জুন/এএ/ইএস