জামালপুরে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুন ২০২০, ২০:২২

জামালপুরের সরিষাবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে জাহানারা বেগম (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের হায়দর আলীর স্ত্রী। শুক্রবার রাত ৮টার দিকে জ্বর, কাশি ও গলাব্যথা নিয়ে নিজ বাড়িতে মৃত্যু হয় তার।

ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন রতন জানান, বালিয়া গ্রামের হায়দর আলী রাজধানীর মুগদা এলাকায় খাবার হোটেলে এবং তার স্ত্রী জাহানারা বেগম দর্জির কাজ করতেন। তিনদিন আগে সন্তানকে নিয়ে ঢাকা থেকে তারা নিজ বাড়িতে আসেন। বাড়ি আসার আগে থেকেই জাহানারা বেগম জ্বর, ঠাণ্ডা, কাশি, গলাব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাহেদুর রহমান জানান, শনিবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে ওই নারীর দাফন সম্পন্ন হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।এছাড়া তার বাড়ির অন্য সদস্যদের নমুনা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ জানান, উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ওই নারীর বাড়ি লকডাউন করে ওই পরিবারের কাউকে বাইরে যেতে ও অন্যদের ওই বাড়িতে যেতে নিষেধ করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ওই পরিবারের খাবার সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/৬জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :