পিরোজপুরে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশ | ০৬ জুন ২০২০, ২৩:১৯

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে থাকা সখিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সখিনা বেগম পাশের বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের মৃত আব্দুল হাইয়ের স্ত্রী।

এদিকে, পিরোজপুর জেলায় নতুন করে আরো ৮ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে পিরোজপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৪ জন, ভাণ্ডারিয়ায় ৩ জন এবং নেছারবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১ জন।

পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, পিরোজপুর জেলায় এ পর্যন্ত ১ হাজার ৪২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগ্রহিত নমুনার পাওয়া রিপোর্টে ৮৬ জনের করোনা পজেটিভ। ৮৮০ জন নেগেটিভ এসেছে। জেলায় করোনা পজেটিভ থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। করোনা পজেটিভ থেকে মৃত্যু হয়েছে ২ জনের।

(ঢাকাটাইমস/৬জুন/এলএ)