‘নিজের সময়ের সেরা ফুটবলার রোনালদো’

প্রকাশ | ০৭ জুন ২০২০, ১১:১৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ফুটবলারদের বয়স ৩০ পার হলেই বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করে। যদিও ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স যতই বাড়ছে দিনের পর দিন আরও জ্বলে উঠছেন। দুই মৌসুম আগে জুভেন্টাসে যোগ দিয়ে ছুটে চলছেন দুর্বার গতিতে। গোল ও রোনালদো দুটি শব্দ এখন সমার্থক বললেও ভুল হবে না। 

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় জুভিদের হয়ে ৩২ ম্যাচে অংশ নিয়েছেন পর্তুগিজ মহারাজ। গোল করেছেন ২৫টি। করিয়েছেন চারটি। সাদা-কালো শিবিরের ডিফেন্ডার মাথিয়াস ডি লিট মনে করেন নিজের প্রজন্মের শ্রেষ্ঠ ফুটবলার রোনালদো। 

টুটোস্পোর্টের সঙ্গে আলাপকালে নেদারল্যান্ডস জাতীয় দলের এই তারকা বলেন, ‘রোনালদো নিজ প্রজন্মের সেরা। তার থেকে অনুপ্রেরণা পায় তরুণ ফুটবলাররা।’

ডি লিটের বয়স মাত্র ২০। গেল মৌসুমে স্বদেশী দল আয়াক্স থেকে যোগ দিয়েছেন জুভেন্টাসে।

তিনি বলেন, ‘তাকে (রোনালদো) অনুসরণ করে মাঠে নেমে ভালো খেলার চেষ্টা করি। অনুশীলন দেখে বোঝার উপায় নেই যে তার বয়স এখন ৩৫।’

তুরিনের দলটিতে যোগ দিয়ে বেশ সন্তুষ্ট ডি লিট। সিআর সেভেন ছাড়াও তার বিশেষ নজর কেড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাউলো দিবালা ও উরুগুয়াইন মিডফিল্ডার রদ্রিগো বেনটানচুর।

‘সত্যি আমাদের দলটা অনেক ভালো। দারুণ সব খেলোয়াড় রয়েছেন। বিশেষ করে দক্ষিণ আমেরিকান ফুটবলারদের কথা বলতেই হবে। রোনালদোর পাশে পাউলো দিবালা ও রদ্রিগো বেনটানচুর দ্যুতি ছড়াচ্ছেন। তাদের দুজনের কৌশল চমৎকার। রদ্রিগো সব সময়েই পর্দার আড়ালে রয়ে যায়। আমি বিশ্বাস করি তিনি দারুণ সম্ভাবনাময় খেলোয়াড়।’

আগামী ১২ জুন মাঠে ফিরবে জুভেন্টাস। কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্রতিপক্ষ হিসেবে থাকছে এসি মিলান। প্রথম লেগে অবশ্য দুই দলই ১-১ গোলে ড্র করেছিল।

২৩ জুন ইতালিয়ান লিগের ম্যাচে বলগনার বিপক্ষে মাঠে নামবে রোনালদো- ডি লিটরা।

(ঢাকাটাইমস/০৭ জুন/এআইএ)