করোনায় আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর হেলিকপ্টারে ঢাকার পথে

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুন ২০২০, ১২:২৯ | প্রকাশিত : ০৭ জুন ২০২০, ১১:৫৫

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হচ্ছে।

রবিবার বেলা ১০টা ৫৫ মিনিটে বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে মন্ত্রীকে নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরী ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার কক্সবাজার ল্যাবে পরীক্ষায় বীর বাহাদুর উশৈসিংয়ের করোনা পজেটিভ আসে। এরপর তিনি বান্দরবানে তার বাসভবনেই ছিলেন। মন্ত্রিসভার কোনো সদস্য হিসেবে বীর বাহাদুরই প্রথম করোনায় আক্রান্ত হলেন। করোনা দুর্যোগের শুরু থেকে মন্ত্রী বীর বাহাদুর জেলায় আনাচে-কানাচে ঘুরে সেবামূলক কাজ করছিলেন।

মন্ত্রী বীর বাহাদুর ছাড়াও বান্দরবান জেলায় শনিবার আরও আটজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে রুমা উপজেলার দুর্গম সুংসংপাড়া ও মেনদুইপাড়ায় তিনজন রয়েছেন। জেলা শহরে পাঁচজন ও নাইক্ষ্যংছড়িতে একজন।

ঢাকাটাইমস/৭জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :