প্রিমিয়ার লিগে দল না পাওয়ায় কেঁদেছিলেন তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুন ২০২০, ১১:৫৮

২০০৬-৭ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে অভিষেক হয় তামিম ইকবালের। যদিও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএসে তামিমের অন্তর্ভুক্তি ছিল চমকপ্রদ। সোনারগাঁওয়ে খেলার কথা থাকলেও দলবদলের শেষমুহূর্তে দল তাকে দলভুক্ত করতে আপত্তি জানায়। এমন পরিস্থিতিতে পড়ে রাস্তায় দাঁড়িয়েই কান্না করছিলেন তিনি।

তখন থেকে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ধরা হত প্রিমিয়ার লিগকে। তামিম তার অভিষেক আসরে সোনারগাঁওয়ে খেলবেন, এমন কথা প্রায় পাকাপাকি ছিল আগে থেকেই। কিন্তু যেদিন চুক্তি সইয়ের কথা, সেদিনই তামিমকে জানানো হয়- তিনি দলে থাকছেন না।

সম্প্রতি সেই কষ্টের স্মৃতি নিয়ে মুখ খুলেছেন তামিম। ক্রিকফেঞ্জিকে তিনি বলেন, ‘দলবদলের জন্য আর একদিন সময় হাতে ছিল। আমরা (একাডেমি দলে খেলা তামের কয়েকজন সতীর্থসহ) ইস্টার্ন প্লাজায় যাব, মাইক্রোবাসে উঠলাম। ঠিক ইস্টার্ন প্লাজার সামনে গিয়ে আমাকে বলল- তুমি গাড়ি থেকে নামো। আমি জিজ্ঞেস করলাম- কেন ভাই? আমাকে বলা হয়- গাড়ি থেকে নামো আর অমুক কর্মকর্তার সাথে কথা বলো।’

হতবিহ্বল তামিম তখন ফোন করেন তার বড় ভাই নাফিস ইকবালকে, যিনি সেই আসরে অন্য একটি দলের হয়ে খেলেছিলেন। তামিম জানান, ‘আমি গাড়ি থেকে নামলাম, ওদের নিয়ে চলে গেল। রাস্তার উপর আমি দাঁড়ানো। ঐ কর্মকর্তাকে ফোন দিচ্ছি, উনি ফোন ধরেন না। তারপর ভাইয়াকে ফোন করলাম, ভাইয়াও উনার সাথে যোগাযোগের চেষ্টা করল। এরপর আমাকে বলল- তামিম, তুমি যেভাবে পারো অন্য দল দেখো, উনারা তোমাকে নেবে না।’

তামিম আরও বলেন, ‘আমি ইস্টার্স প্লাজার সামনে রাস্তায় দাঁড়িয়ে কান্না করছিলাম। বছরখানেক আগে ঐদিক দিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। গাড়ি থেকে নেমে ঐ জায়গায় দাঁড়িয়ে ছিলাম, সেই স্মৃতিচারণের জন্য।’

সোনারগাঁও তামিমকে দলভুক্ত না করায় খালেদ মাহমুদ সুজন তাকে ওল্ড ডিওএইচএসে নেওয়ার ব্যবস্থা করেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস সেই আসরে ফের চ্যাম্পিয়ন হয়।

(ঢাকাটাইমস/০৭ জুন/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :