সোশ্যাল মিডিয়ার সংযত ব্যবহারের অনুরোধ রমিজের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুন ২০২০, ১৭:৩৯ | প্রকাশিত : ০৭ জুন ২০২০, ১২:৫৩

সাম্প্রতিক সময়ে সাবেক তো বটেই বর্তমান ক্রিকেটাররাও মজেছেন ইউটিউব চ্যানেলে। বাড়তি আয়ের পাশাপাশি নিজের একান্ত মতাত ব্যক্ত করার সহজ মাধ্যম বলা হয় এটিকে। পাকিস্তানি সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা ইউটিউবে নিয়মিত বেশ লম্বা সময় ধরে। তাকে অনুসরণ করে এ পথে আসা বর্তমান ও সাবেক ক্রিকেটারদের জন্য রমিজ রাজা দিয়েছেন বিশেষ পরামর্শ।

অহেতুক কাদা ছোড়াছুঁড়ি করে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট না করার আর্জিও জানিয়েছেন তিনি। জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেন ইলেক্ট্রনিক ও ডিজিটাল মিডিয়াতে নিজের মতামত ব্যক্ত করার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন জরুরী।

সাবেক পাকিস্তানি এই ক্রিকেটার বলেন, ‘মাইক্রোফোন একটি শক্তিশালী মাধ্যম। যা কারও প্যান্ট টেনে নামাতে দুই সেকেন্ড সময় লাগায়। তাই আমাদের খুব সতর্ক হওয়া দরকার। সম্মান দেওয়া প্রয়োজন এবং হজম করা যাবে এমন কথা বলতে হবে।’

দিন কয়েক আগে নেতিবাচক মন্তব্য করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনার শিকার হন শোয়েব আখতার। সাবেক এই গতি তারকার বিরুদ্ধে সাইবার ক্রাইম মামলাও করা হয়েছে। ঐ প্রসঙ্গ টেনে ৫৭ বছরবয়সী এই ধারাভাষ্যকার বলেন, ‘আমি এসব বলছি কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড একজন বা দুইজনের বিরুদ্ধে সাইবার অপরাধে মামলা রেছে। কিছু লোক সীমানা ছাড়িয়ে গিয়েছে, কারণ আপনি যখন হতাশ হবেন তখনই নিজেকে জাহির করবেন। তবে এটি করার ভিন্ন উপায় আছে।’

সাবেক ক্রিকেটারদের গঠনমূলক সমালোচনা করা উচিত বলে মনে করেন রমিজ রাজা, ‘অনেক সাবেক ক্রিকেটার ইউটিউব চ্যানেল খুলছেন। দয়া করে এমনভাবে মন্তব্য করুন যাতে এটি ব্যক্তিগতভাবে কাএক আঘাত না করে।’

‘প্রতিটি সাবেক-বর্তমান ক্রিকেটারের রুটি রুজি নির্ভর করে ক্রিকেটের উপরই। পাকিস্তান ক্রিকেট গত এক মাসে এসবের জন্য ভুল শিরোনামে হয়েছে যা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আপনি সমালোচনা করতে পারেন কারণ সিস্টেমে ত্রুটি আছে কিন্তু সেটা অবশ্যই বুদ্ধিমত্তার সাথে।’

(ঢাকাটাইমস/০৭ জুন/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :