কামরানের অবস্থার অবনতি

ব্যুরো প্রধান, সিলেট
| আপডেট : ০৭ জুন ২০২০, ১৭:৩৮ | প্রকাশিত : ০৭ জুন ২০২০, ১৬:২৫

করোনা আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

রবিবার দুপুরের দিকে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেছে বলে জানিয়েছেন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র। তিনি বলেন, সাবেক মেয়রের অবস্থা শনিবারের চেয়ে আরো অবনতি হয়েছে। হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে। তাই তাকে স্বাভাবিকের চেয়ে বেশি অক্সিজেন দিতে হচ্ছে।

গত শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কামরানের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ওইদিন রাত থেকে প্রথমে বাসায় আইসোলেশনে ছিলেন কামরান। শনিবার সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।

এর আগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা ধরা পড়ে। তিনি অনেকটা সুস্থ রয়েছেন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

(ঢাকাটাইমস/৭জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :