সাতক্ষীরায় আরো পাঁচজনের করোনা শনাক্ত

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুন ২০২০, ১৯:১৩

সাতক্ষীরায় নতুন করে আরো পাঁচজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রবিবার দুপুরে খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্ট এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় এ পর্যন্ত মোট ৫৩ জন করোনা শনাক্ত হয়েছে।

করোনা আক্রান্ত পাঁচ জন হলেন-, তালা উপজেলার খালশখালী গ্রামের সুমি বেগম, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ কদমতলা এলাকার কায়কোবাদ হোসেন, কলারোয়া উপজেলার খোর্দ্দ গ্রামের কৃপা তরফদার, সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের মুনতাছির মামুন ও আসমা খাতুন, তার গ্রামের ঠিকানা দেয়া হয়নি।

এদিকে, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৪৫ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ৭৪৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। এর মধ্যে ৫৩ জনের পজিটিভ ও বাকি সব রিপোর্ট নেগেটিভ এসেছে। লকডাউন করা হয়েছে শতাধিক বাড়ি। এছাড়া লকডাউন করা হয়েছে দেড় শতাধিক বাড়ি।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি জানান, দুপুর আড়াইটায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো রিপোর্টে ওই পাঁচজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

(ঢাকাটাইমস/৭জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :