বগুড়ায় ১৬১ নতুন করোনা রোগী

প্রকাশ | ০৭ জুন ২০২০, ২২:৩৩

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ায় চিকিৎসক ও নার্সসহ নতুন করে আরো ১৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন।  করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার রবিবার রাতে তিনি এ তথ্য জানান। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী ৭৯০ জন। সুস্থ হয়েছেন ৫৩ জন। মারা গেছেন সাতজন।

ডেপুটি সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনায় আক্রান্ত হন ৪১ জন। টিএমএসএস মেডিকেল কলেজে ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে আক্রান্ত হন ১৮ জন। এছাড়া গত ৩০ ও ৩১ মে বগুড়ার ৫৫০টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর রিপোর্ট রবিবার আসে। ঢাকায় পাঠানো ৫৫০টি নমুনা পরীক্ষার ফলাফলে ১০২ জন আক্রান্ত হন। এ নিয়ে ২৪ ঘণ্টায় পাওয়া ফলাফলে বগুড়ায় মোট আক্রান্ত ১৬১ জন। আক্রান্তদের মধ্যে ৩ জন চিকিৎসক, একজন নার্স ও ৫ জন শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

(ঢাকাটাইমস/৭জুন/এলএ)