দিনাজপুরে করোনায় আরো একজনের মৃত্যু

প্রকাশ | ০৭ জুন ২০২০, ২৩:১৯

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

দিনাজপুরে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কমল দাস (৩৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চারজন।

জেলায় রবিবার নতুন করে আরও ১০ জন  করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ৩১৫ জন।

সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানিয়েছেন, গেল ২৪ ঘণ্টায় জেলায় ১০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্ত শনাক্তর মধ্যে সদরে ৪ জন, বিরামপুরে ৪ জন, বিরলে একজন এবং পার্বতীপুরে একজন রয়েছে।

সিভিল সার্জন উদ্বেগের সাথে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কমল দাসের বাড়ি চিরিরবন্দর উপজেলায়। তার মৃত্যুর সংবাদ পরিবারকে দেয়া হলেও পরিবারের লোকজন কেউ লাশ গ্রহণ করতে আসছে না। এ কারণে বিপাকে পড়েছে স্বাস্থ্য বিভাগ। লাশটি আমাদেরই সৎকার করতে হবে। 

(ঢাকাটাইমস/৭জুন/এলএ)