নরসিংদীতে আরও ৫৮ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ০৮ জুন ২০২০, ১১:০৯ | আপডেট: ০৮ জুন ২০২০, ১১:২৫

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস

নরসিংদীতে নতুন করে আরও ৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল রবিবার ১৯৬টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ৫৮ জনের করোনা পজেটিভ আসে। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪২ জনে। রবিবার রাতে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

 সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ৫৮ জনের মধ্যে ৪৪ জন সদর উপজেলায়, ৮ জন শিবপুর উপজেলায়, ৩জন পলাশ উপজেলায়, দুইজন মনোহরদী উপজেলায় এবং একজন রায়পুরা উপজেলার।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় মোট ৭৪২ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৫২৭ জন, রায়পুরাতে ৪৬ জন, শিবপুরে ৫১ জন, বেলাবোতে ৪৪ জন, পলাশে ৫২ জন ও মনোহরদীতে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১১ জন। এর মধ্যে নরসিংদী সদরে ০৮ জন, পলাশে ০১ জন, বেলাব উপজেলায় ০১ জন ও রায়পৃরায় ০১ জন মারা গেছেন।

আইসোলেশনমুক্ত হয়েছেন ২৩৮ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৭ জন, হোম আইসোলেশনে আছেন ৩৯৯ জন।

ঢাকাটাইমস/৮জুন/প্রতিনিধি/এমআর