অংশীদারিত্বের নাম করে বনবিভাগের গাছ কাটার অভিযোগ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুন ২০২০, ১২:৫৫

নেত্রকোনার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলি গ্রামের বংগাইপার টিলার বনবিভাগের গাছ অংশীদারিত্বের নাম করে প্রকাশ্যে কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই কাজে প্রদীপ সাহা (৪৫) ও রাজীব পাঠান (৩৫) নামে দুই ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানান, কুল্লাগড়া ইউনিয়নের ঊঁচু টিলায় বনবিভাগ স্থানীয়দের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে গজারি, সেগুনসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে। সম্প্রতি বনবিভাগ বাগানের গাছগুলো কাটতে গাছে নম্বর দিয়ে নিলামে তোলার প্রক্রিয়া চলছে। এই সুযোগে বংগাইপার টিলার গজারী গাছ গোপনে কেটে নিয়ে যাচ্ছেন প্রদীপ ও রাজীব। এ কাজে বিজয়পুর বনবিভাগের বিট অফিসের প্রহরী আনোয়ার হোসেন তাদের সব ধরনের সহায়তা করছেন বলে অভিবযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা গেছে, গজারি গাছগুলো কেটে গোড়াগুলো ঢেকে রাখা হয় মাটি ও পাতা দিয়ে। কোনো কোনো গাছের গোড়া আগুনে পুড়িয়েও দেওয়া হচ্ছে।

জানা গেছে, ওই এলাকার আবেদিন টিলা নামক পাহাড়ের উপরে বনবিভাগের প্রায় নয়শত আকাশমনি গাছ রোপন করা হয়। ওই বাগানের ইজারাদার স্থানীয় জয়নাল আবেদিনের ছেলে রাজিব পাঠান প্রায় শতাধিক আকাশমনি গাছ কেটে নিয়ে গেছেন। গাছ কাটার বিষয়ে স্থানীয়রা ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।

প্রকাশ্যে গাছ কাটার বিষয়ে মুঠোফোনে প্রদীপ সাহা বলেন, ‘আমি বাগানের অংশীদার, অবাদে গাছ কেটে নিচ্ছি এটা ঠিক নয়। আপনারা লিখতে থাকেন, আর আমরাও গাছ কাটতে থাকি।’

উপজেলা বনবিভাগ কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে কিছু অভিযোগ পেয়েছি। এলাকা পরিদর্শন করে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম বলেন, ‘নিলাম ছাড়া বাগান থেকে সরকারি গাছ কেটে নেওয়া অপরাধ। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাটাইমস/৮জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :