ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ০৮ জুন ২০২০, ১৫:৩০

পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে বারোটার দিকে শহরের পাকশি খানকা শরিফের সামনে ও ঈশ্বরদী-লালপুর সড়কের গোকুলনগরের চক্ষু হাসপাতালের সামনে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিহতরা হলেন, স্কুলছাত্র ওবায়দুল্লাহ ও রিকশাচালক আফজাল হোসেন। আহত হন নিহত ওবায়দুল্লাহর বাবা ভ্যানচালক আফাজ।

জানা গেছে, ছেলে ওবায়দুল্লাহকে নিজের ভ্যানে তুলে আফাজ পাকশি বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় পাকশি খানকা শরিফের সামনে এলে পেছন থেকে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক সজোরে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ওবায়দুল্লাহ। এতে গুরুত্বর আহত আফাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে ঈশ্বরদী শহরে আসার পথে ঈশ্বরদী-লালপুর সড়কের গোকুলনগরের চক্ষু হাসপাতালের সামনে একটি মোটরসাইকেলের ধাক্কায় একটি অটোরিকশার ব্যাটারির বিস্ফোরণ ঘটে। এতে অটোরিকশাচালক আফজাল হোসেন গুরুত্বর আহত হন। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকাটাইমস/৮জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :