বলিউডের অনেক তারকা ভণ্ড: কঙ্গনা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ জুন ২০২০, ১৮:২২

কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের হত্যার বিরুদ্ধে প্রতিবাদ চলছে যুক্তরাষ্ট্রে। জর্জের ঘাড়ে হাটু দিয়ে চেপে যেভাবে মার্কিন পুলিশ হত্যা করেছে তার প্রতিবাদে কাঁপছে সামাজিক যোগাযোগ মাধ্যমও। বর্ণবাদের এই বীভৎস রূপকে নিন্দা করছে সারা বিশ্ব। ভারতের বিনোদন জগতের তারকারা এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন।

‌যে বলিউড সেলেবরা কৃষ্ণাঙ্গ হত্যায় সরব হয়েছেন তাদেরকে এবার ভণ্ড বললেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনার মতে এই সেলেবরাই ভারতে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেন।

বিবিসির কাছে সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, 'যে সমস্ত ভারতীয় সেলিব্রেটিরা ফেয়ারনেস প্রোডাক্ট এন্ডোর্স করেছেন তারাই এখন নির্লজ্জভাবে গলা ফাটাচ্ছেন ব্ল্যাক লাইভস ম্যাটার বলে। আমি ভাবি এদের সাহস কিভাবে হয়? আমাদের ইন্ডাস্ট্রিতে এমনকি গায়ের রঙ ডার্ক হলে তাকে কাস্ট করতে পর্যন্ত ভয় পায় অনেকে। এদের কেন কেউ জিজ্ঞাসা করছে না যে এতদিন ধরে তারা ফেয়ারনেস প্রোডাক্টের বিজ্ঞাপন করেছেন এখন হঠাৎ করে ব্ল্যাক লাইভস মাটার বলে কীভাবে সরব হয়েছেন।'

কৃষ্ণাঙ্গ হত্যার বিরুদ্ধে সরব হয়েছেন প্রিয়াংকা চোপড়া, দিশা পাটানি, সোনাম কাপুরসহ আরো অনেকে। এই তিন অভিনেত্রীকে একসময় ফেয়ারনেস প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখা গিয়েছে।

কঙ্গনা আরো বলেনন, 'আমার বোন রঙ্গলি গায়ের রং চাপা। কিন্তু ও সুন্দরী। আমি যদি এই ধরনের প্রোডাক্ট এনডোর্স করতাম তাহলে ওকে অপমান করা হতো। আর আমি যেটা আমার বোনের সঙ্গে করতে পারিনা সেটা পুরো দেশের সঙ্গে কী করে করব?'

কিছুদিন আগে অভিনেতা অভয় দেওলও এই একই প্রশ্ন তুলেছিলেন ভারতীয় সেলিব্রিটিদের উদ্দেশ্যে। তিনি বলেছিলেন, 'আপনাদের কি মনে হয় এবার ভারতের সেলেব্রিটিরা ফেয়ারনেস প্রডাক্টের বিজ্ঞাপন করা ছেড়ে দেবেন?'

অভয় এছাড়াও আরও একটি বিষয় নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ভারতের সেলিব্রেটিরা কৃষ্ণাঙ্গ হত্যার বিরুদ্ধে মুখ খুললেও চুপ থেকেছে পরিযায়ী শ্রমিক ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ক্ষেত্রে।

ঢাকা টাইমস/০৮জুন/একে

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :