যশোরে আরো ১১ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ০৮ জুন ২০২০, ১৮:৩০

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরে আরো ১১ জনের শরীরে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর সদর উপজেলায় চারজন ও অভয়নগর উপজেলায় সাতজন। তবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে যশোরের ৮০ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের পজেটিভ হয়েছে বলে সোমবার ফলাফল প্রকাশ করা হয়েছে।

যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, যশোর ছাড়াও ঝিনাইদহ জেলার ২৬ জনের নমুনা পরীক্ষায় তিনজন ও মাগুরা জেলার ১৫ জনের নমুনা পরীক্ষায়

দুজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। অর্থাৎ জিনোম সেন্টারে তিন জেলার মোট ১৭ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। ফলাফল প্রতিটি জেলার সিভিল সার্জনকে মেইলে জানানো হয়েছে।

মেডিকেল অফিসার ডা. আদনান ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.আলিমুর রাজিব জানিয়েছেন, নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, যবিপ্রবি কর্তৃপক্ষ ১২ জনের হিসাব দিলেও ১১ জনের পরিচয় নিশ্চিত হতে পেরেছি। আরেকজনের নাম পরিচয় মেলানো সম্ভব হয়নি।

তিনি জানান, সোমবার পর্যন্ত যশোর জেলায় ১৪২ জন করোনা রোগী শনাক্ত হলেন। সুস্থ হয়েছেন ৯৫ জন। এছাড়া একজন মারা গেছেন।

(ঢাকাটাইমস/৮জুন/কেএম)