গ্রীন জোন ঘোষণার একদিন পর পাঁচজনের করোনা শনাক্ত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুন ২০২০, ১৮:৪২

ঝিনাইদহ জেলাকে গ্রীন জোন ঘোষণার একদিন পর নতুন করে পাঁচ করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার সকালে ২৮ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের করোনা পজিটিভ এসেছে।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের মূখপাত্র প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২৭ টি এবং খুলনা থেকে একটি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে পাঁচজনের নমুনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলার একজন, হরিণাকুন্ডূ উপজেলার একজন এবং কালীগঞ্জ উপজেলার তিনজন। এ নিয়ে জেলায় ৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৮ জন সুস্থ হয়েছেন।

গ্রীন জোন ঘোষণার পরও পাঁচজনের করোনা শনাক্ত কেন এমন প্রশ্নের জবাবে প্রসেনজিত বিশ্বাস পার্থ বলেন, ‘অফিসিয়ালি আমরা এমন কোন প্রজ্ঞাপন পায়নি। সোশ্যাল মিডিয়ায় ও পত্রপত্রিকায় দেখেছি। তবে এখন পরীক্ষা বেশি হচ্ছে, তাই আক্রান্তের সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে।’

ঢাকাটাইমস/৮জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :