মামার সঙ্গে নদীতে গোসলে নেমে তলিয়ে গেল ভাগ্নি

প্রকাশ | ০৮ জুন ২০২০, ২০:৫৪

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

মামার সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গেল যুথী আক্তার (৯) নামে এক শিশু। সোমবার দুপুরে দিনাজপুরের বিরামপুর উপজেলার কৃষ্টচাঁদপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাখা যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি।

নিখোঁজ যুথী বিরামপুর পৌরশহরের ইসলামপাড়া মহল্লার কবির হোসেনের মেয়ে।

শিশুটির মামা শাকিব হোসেন জানান, তিন দিন আগে যুথী তার মায়ের সঙ্গে আমাদের বাড়িতে বেড়াতে আসে। বেলা সাড়ে ১১টায় যুথী আমাদের সাথে নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে হঠাৎ সে স্রোতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুথীর বাবা কবির হোসেন জানান, নদীতে নিখোঁজ যুথীকে উদ্ধার করতে স্থানীয়রা অভিযান চালালেও তাকে উদ্ধার করতে পারেনি।

বিরামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আফজাল হোসেন জানান, নদীতে শিশুটির নিখোঁজের খরব পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। তবে নদীতে স্রোত বেশি থাকায় এবং এমন গুরুত্বপূর্ণ উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জাম আমাদের নিকট না থাকায় রংপুরের ডুবুরি দলের সহযোগিতা নেয়া হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের ডুবুরি দল নদীতে নিখোঁজ শিশুটিকে উদ্ধার অভিযান চলছিল।

(ঢাকাটাইমস/৮জুন/এলএ)