ক্ষুরের আঘাতে নিহত মোটরশ্রমিকের লাশ নিয়ে মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুন ২০২০, ২০:৫৬

নীলফামারীর সৈয়দপুরে জুয়া খেলায় বাধা দেয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে বখাটের উপুর্যুপরি ক্ষুরের আঘাতে গুরুতরভাবে আহত মোটরশ্রমিক অবশেষে মারা গেছেন। দীর্ঘ নয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার ভোর ৫টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। মৃত মোটরশ্রমিকের নাম আলমগীর হোসেন (৪০)।

বিকাল ৪টায় রংপুর থেকে লাশ আসার পর শহরের বঙ্গবন্ধু চত্বরে (পাঁচ মাথা মোড়) এলাকার প্রায় সহস্রাধিক মানুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। পরে উত্তেজিত জনতা ক্ষুর বাবুয়ার বাড়ি ভাঙচুর করে।

মানববন্ধনে বক্তব্য দেন- নীলফামারী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত কার-পিকআপ উপ-কমিটির সাধারণ সম্পাদক মানিক মিয়া ও সৈয়দপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী।

(ঢাকাটাইমস/৮জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :