সুমনা রায়ের একগুচ্ছ কবিতা

সুমনা রায়
| আপডেট : ০৮ জুন ২০২০, ২২:২৭ | প্রকাশিত : ০৮ জুন ২০২০, ২১:৪০

এক

প্রতিবাদহীন অন্ধকার

জীবনের দাবিদাওয়া

পুরোনো গিটারে এখনো লেগে আছে

লেগে আছে কিছু সুর আর কিছু স্মৃতি

ইথারের গায়ে লেগে থাকে

একাকিত্ব বিনিময়ের গল্প

সারাদিনের বৃষ্টি প্রতিবিম্বিত করে

ভুল করে দেখা সুখ ও স্বপ্ন

মোহনায় এসে নদীটি দেখে

জীবনের সবই

ভেসে যায় দ্রুত মৃত্যুর সমান্তরালে

সাক্ষী শুধু প্রতিবাদহীন অন্ধকার

দুই

ঘুনলাগা অমরত্ব

স্বরচিত গল্প থেকে বেরিয়ে এসে দেখো

কত সহজেই আমাদের লড়িয়ে দেওয়া যায়–

আমাদের সস্তা ঘামের মূল্য

তোমরা গুছিয়ে রাখো দামি ইতিহাস বইয়ে,

মিহি মশারিতে যখন খেলা করে

তোমাদের আগামীর স্বপ্ন

আমাদের বিনিদ্র চোখে শুধু অকালমৃত্যু

ফুঁসে ফুঁসে ওঠে

সবুজের সুগন্ধি নয়, যাপন জুড়ে শুধু

আমাজনের পোড়া গন্ধ,

চিত্রকল্প থেকে বেরিয়ে এসো–

দেখো আমাদের ঘুনলাগা অমরত্ব

কত সহজেই মিশে যায় পথের ধুলোয়!

তিন

আমাদের প্রেমের ভাষা

আজও খুলে রেখেছি সবকটা জানালা,

একবার ফিরে এসো

আরও একবার এসে শিখিয় যাও

বিজয়ের গান–

শিখিয়ে দাও জ্বলে ওঠা–

প্রতিবাদ আর প্রতিরোধে!

এই আকাশ সাক্ষী আছে

চোখের জলে সেদিন ভেজেনি মাটি,

তোমাদের রক্তে সেদিন

ভিজেছে বর্ণমালা!

আমাদের মুখের ভাষা–

এ যে তোমাদেরই দান!

তোমাদেরই শেষতম শপথে

আজও বেঁচে আছে

আমাদের ভালোবাসা বাংলাভাষা!

চার

একটা নদী একটা চাঁদ

একটি নদীকে ভাঁজ করে গুটিয়ে রাখি

বালিশের তলায়, আমার স্বপ্নের সীমানা

একটু একটু পেরিয়ে যায় সমস্ত দৃশ্যজীবন

অন্ধকার এখন নিজেকে বিলিয়ে দিয়েছে

শর্তহীন ভালোবাসায়–

ভুল ইঙ্গিতে দু’একটি পাখি

হঠাৎ করেই ডেকে ওঠে

অস্তিত্বে মিশে থাকা সব একাকিত্ব–

জীবনের সব রঙ আর রঙহীনতা

এসে মিলে যায় এক সরলরেখায়

একটা নাগরিক চাঁদ

তখনও ঝুলে থাকে দূর আকাশে।

মুম্বাই

তারিখ : ০৮.০৬.২০২০

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :