ফরিদপুরে পুলিশ-ব্যাংক কর্মকর্তাসহ ৪৮ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ০৯ জুন ২০২০, ০৮:১৩

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ আরও ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৭১ জন। 

সোমবার রাত সাড়ে নয়টায় ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, নতুন করে যে ৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ফরিদপুর সদরে ১০ জন, বোয়ালমারীতে নয়জন, চরভদ্রাসনে পাঁচ, নগরকান্দায় তিন, ভাঙ্গায় সাত, আলফাডাঙ্গায় তিন, সালথায় তিন এবং সদরপুরের আটজন। তিনি বলেন, ফরিদপুর সিআইডি পুলিশের এক এসআই ও বোয়ালমারী সোনালী ব্যাংকের এক কর্মকর্তা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।

জেলায় এ পর্যন্ত আটজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

(ঢাকাটাইমস/৯জুন/প্রতিনিধি/এমআর)