বগুড়ায় চার শিশুসহ ৮৮ জনের করোনা শনাক্ত

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুন ২০২০, ০৮:১৫

বগুড়ায় চার শিশুসহ নতুন করে আরও ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন।

নতুন ৮৮ জন আক্রান্ত হওয়ায় জেলায় সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৭৮ জনে। এর মাঝে সুস্থ হয়েছেন ৭২জন। মারা গেছেন ৮ জন।

ডেপুটি সিভিল সার্জন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫১টি পজিটিভ এসেছে। টিএমএসএস মেডিকেল কলেজে ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। এনিয়ে ২৪ ঘন্টায় প্রাপ্ত ফলাফলে মোট আক্রান্ত ৮৮ জন। এর মধ্যে চারজন শিশু রয়েছে।

এছাড়াও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে গত ২৩ মে ভর্তি করোনায় আক্রান্ত গাবতলীর এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। উপজেলাভিত্তিক আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলায় ৭৩ জন, শাজাহানপুরে ৭ জন, নন্দীগ্রামে ৩ জন, গাবতলীতে ৩জন, আদমদীঘিতে দুইজন আক্রান্ত হয়েছেন।

ঢাকাটাইমস/৯জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :