বিশ্বের ১৭৯৪তম সেরা বিশ্ববিদ্যালয় ঢাবি

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৯ জুন ২০২০, ১৭:৪১

সংযুক্ত আরব আমিরাতের সংস্থা সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের (সিডব্লিউইউআর) বিশ্বসেরা ২ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশ থেকে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় অবস্থান ১ হাজার ৭৯৪তম।

এই তালিকায় পাশের দেশ ভারতের ৬৪টি ও পাকিস্তানের ১০টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে৷

সোমবার নিজেদের ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২০-২১’ শীর্ষক এই তালিকা প্রকাশ করে সিডব্লিউইউআর।

তালিকা প্রণয়নের জন্য মোট সাতটি সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান যাচাই করে থাকে সিডব্লিউইউআর৷ এগুলো হলো শিক্ষার মান (কোয়ালিটি অব এডুকেশন), প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত অবস্থান (অ্যালামনাই অ্যামপ্লয়মেন্ট), শিক্ষকদের মান (কোয়ালিটি অব ফ্যাকাল্টি), গবেষণার সংখ্যা (রিসার্চ আউটপুট), উচ্চমানসম্পন্ন প্রকাশনা (হাই-কোয়ালিটি পাবলিকেশন), গবেষণা-প্রভাব (ইনফ্লুয়েন্স) ও গবেষণা-উদ্ধৃতি (সাইটেশনস)৷

এই সাত সূচকের মোট স্কোর ১০০। এর মধ্যে ১০০ স্কোর অর্জন করে র‌্যাঙ্কিংয়ে টানা নবমবারের মতো বিশ্বের এক নম্বর বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬৬ দশমিক ৬৷

সিডব্লিউইউআরের এই র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের ৮টিই মার্কিন যুক্তরাষ্ট্রের৷ আর পুরো তালিকায় ৩৫৭টি বিশ্ববিদ্যালয় (পোয়ের্তো রিকোসহ) নিয়ে প্রথম অবস্থানে রয়েছে দেশটি৷ তালিকায় চীনের ২৬৭টি (হংকং ও ম্যাকাওসহ) ও জাপানের ১২৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। আর যুক্তরাজ্যের ৯৫টি, ফ্রান্সের ৮২টি ও রাশিয়ার ৪৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে তালিকায়।

তালিকার প্রথম ১০০০-এর মধ্যে ভারতের ১৬টি ও পাকিস্তানের ২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। সার্কভুক্ত আর কোনো দেশের কোনো বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পায়নি৷

(ঢাকাটাইমস/৯জুন/মোআ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :