কবিতা

গৌরনদীর জলে রমণীদের গা

তামিম ইসমাইল
 | প্রকাশিত : ০৯ জুন ২০২০, ২০:০৪

সন্নিকটে দৃষ্টিগোচর দেহ দোলে।

একগুচ্ছ রমণী গা ভেজাচ্ছে

গৌরনদীর প্রেম জলে।

নৌযানে নদীর পাড় ধরে

আকর্ষণীয় অঙ্গ দেখছি,

সাথে অনুভবের প্রেম সাগরে ভাসছি।

দেখতে দেখতে চোখ পড়লো

একই নদীর অন্য ঘাটে,

এখানেও যেন প্রেম নদী থেকে উঠে আসা একটু একটু করে

নদীর শীতল বাতাস মিশাচ্ছে,

আর ভাজে-ভাজে, ভেজা কাপড় খুলছে।

কৌতূহল দৃষ্টিতে নদী ও নারী সৃষ্টির রহস্য খুঁজি;

-এ কেমন নদী! কেমন নারী, ঘাটেই কোমরে কাপড় করছে গোঁজা-গুজি।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :