সীমান্তে বস্তাবোঝাই ফেনসিডিল উদ্ধার বিজিবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুন ২০২০, ২২:৪৫ | প্রকাশিত : ০৯ জুন ২০২০, ২২:০৮

ভারত থেকে দেশে আনা ফেনসিডিলের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। মঙ্গলবার ভোরে ১৮৭/১১-এস সীমান্ত পিলার এলাকা দিয়ে দেশে চালানটি দেশে ঢুকছিল।

বিকালে বিজিবি সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির ৫৯ ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির একটি টহল দল সীমান্তের শূন্য রেখা এলাকায় টহল দিচ্ছিল। এসময় ২০-২৫ জনের একটি চোরাকারবারি দল ভারতীয় তারকাটা বেড়ার দিক থেকে দেশের অভ্যন্তরে আসছিল। তাদের মাথায় বস্তা ছিল। চোরাকারবারিরা বিজিবির টহল দলের অবস্থান টের পেয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন 'টর্চের আলো' ফেলে দেশি অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করে। আত্মরক্ষার্থে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি করে। মাদক কারবাবিরা বস্তা ফেলে পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থল তল্লাশি করে তিন বস্তায় ৭৫০ বোতল ফেনসিডিল, ১টি হাসুয়া, তার কাটার যন্ত্র, টেগা এবং বাঁশের মই উদ্ধার করা হয়।

পরে সোনা মসজিদ থেকে 'ডগ অ্যালেক্স ও জ্যাক'সহ আরেকটি টহলদলকে পাঠানো হয়। তল্লাশি করে সেখান থেকে আরও তিন বস্তা ফেনসিডিল (১৪৮৪ বোতল) উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/০৯জুন/এসএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :