বগুড়ায় চিকিৎসকসহ ৭৭ জন নতুন করোনা রোগী

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুন ২০২০, ২৩:৩৪

চিকিৎসক, পুলিশ, নার্স এবং ব্যাংক কর্মকর্তাসহ বগুড়ায় আরো ৭৭ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর মঙ্গলবার রাত ৯টায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৫৪, ধুনটে ১০, গাবতলীতে ৭, কাহালুতে ২, শিবগঞ্জে ২, শাজাহানপুরে ও আদমদীঘিতে একজন করে রোগী রয়েছেন।

ডেপুটি সির্ভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে পুরুষ ৫১, মহিলা ২২ ও শিশু চারজন। এদের মধ্যে একজন চিকিৎসক দুইজন নার্স, একজন মেডিকেল কলেজের ছাত্র, দুজন পুলিশ সদস্য ও একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে থেকে পাওয়া ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ১৮৬টির মধ্যে ৪৯টি পজিটিভ ও টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়ার ৮৩টি নমুনা পরীক্ষার মধ্যে ২৮টি পজিটিভ। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৯৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭২ জন। এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে আটজনের।

(ঢাকাটাইমস/৯জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :