কুষ্টিয়ায় কালের কণ্ঠের সাংবাদিকসহ ১৫ জনের করোনা শনাক্ত

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুন ২০২০, ২৩:৫৭

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সর্বোচ্চ ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দৈনিক কালের কণ্ঠের কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক ও সদ্য যোগদানকৃত কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলামও রয়েছেন। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১৫৩ জন করোনা রোগী হলো। কুষ্টিয়ায় এই প্রথম কোন সাংবাদিক করোনা আক্রান্ত হলেন।

মঙ্গলবার রাতে সিভিল সার্জন ডা. এএইচএম আনায়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে মঙ্গলবার পাওয়া কুষ্টিয়ার ২০০ টি নমুনা পরীক্ষার রিপোর্টে ১৫টির কোভিড-১৯ পজিটিভ। আক্রান্ত ১৫ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার নয়জন, খোকসা উপজেলার দুজন, মিরপুর উপজেলার দুজন এবং কুমারখালী উপজেলার দুজন।

সিভিল সার্জন সূত্রে আরও জানা যায়, ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৩১ জন, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১১৭ জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন এবং খুলনায় পাঠানো হয়েছে দুজনকে।

(ঢাকাটাইমস/৯জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :