পানির অপচয় না করে হাত ধোয়ার কৌশল

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুন ২০২০, ১৭:১০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ধাত ধোয়া জরুরি। বারবার হাত ধোয়ার সময় অনেকেই পানির অপচয় করেন। হাত ধোয়ার সময় কতগুলো বিষয় মাথায় রাখতে পারলেই অনেকটাই কমানো যাবে পানির অপচয়।

প্রথমে কল চালু করে দু’হাত ভিজিয়ে নিয়ে কল বন্ধ করে দিন। এ বার ভেজা হাতে ভাল করে সাবান মাখুন। সাবান মেখে ভাল করে দু’হাতের আনাচে কানাচে পরিষ্কার করুন। শেষে কল চালিয়ে দু’হাত ভাল করে ধুয়ে নিন।

বোতলে থাকা একদিনের বাসি পানি ফেলে না দিয়ে ওই পানি হাত ধোয়ার কাজে লাগাতে পারেন।

বালতিতে পানি ভরে সেখান থেকে প্রয়োজন মতো পানি কোনও ছোট পাত্রে করে হাত ধোয়ায় জন্য ব্যবহার করুন।

বাড়ির ছোটদের হাত ধোয়ার সময় বড়দের খেয়াল রাখতে হবে যাতে পানির অবচয় না হয়। প্রয়োজনে ওদের হাত ধুয়ে দিতে হবে বড়দেরই।

এই বিষয়গুলো খেয়াল রাখলে জলের অপচয় অনেকটাই কমানো সম্ভব।

(ঢাকাটাইমস/১০জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :