যশোরে আরো দুজনের করোনা শনাক্ত

প্রকাশ | ১০ জুন ২০২০, ১৮:০২

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পরীক্ষায় যশোরে নতুন করে আরো দুজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একজনের বাড়ি জেলার কেশবপুর উপজেলায়, অন্যজনের বাড়ি মণিরামপুর উপজেলায়৷ যশোরে ৯০টি নমুনা পরীক্ষা করা হয়।

যবিপ্রবি জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার বলেন, মঙ্গলবার এখানে সর্বাধিক নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের জানিয়ে দেয়া হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. আবু শাহীন বলেন, ফলাফল পাওয়ার পর সংশ্লিষ্ট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১০জুন/কেএম)