রূপগঞ্জ সদর ইউনিয়ন লকডাউন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুন ২০২০, ১৯:৫৭

করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ হওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নকে রেডজোন বিবেচনা করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ লকডাউন ১২ জুন থেকে কার্যকর করা হবে। রূপগঞ্জ ইউনিয়নে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ জন। এ কারণে এ ইউনিয়নকে রেডজোন হিসেবে বিবেচনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে যুক্ত হন- জেলা প্রশাসক জসিম উদ্দিন, সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ।

এসময় আরো সভায় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, রূপগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম জানান, রূপগঞ্জ ইউনিয়নে লকডাউন ১২ জুন থেকে কঠোরভাবে কার্যকর করা হবে। উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লকডাউন কার্যকর করতে মাঠে থাকবে।

(ঢাকাটাইমস/১০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :