ব্যাংক কর্মকর্তাসহ কুমিল্লায় নতুন করোনা আক্রান্ত ৮৯

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুন ২০২০, ২০:১৩

কুমিল্লার চান্দিনায় উপজেলা পরিষদের দুজন কর্মকর্তা, কৃষি ব্যাংক চান্দিনা শাখার একজন কর্মকর্তাসহ জেলায় বুধবার ৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে এক হাজার ৬০৩ জন। ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার কুমিল্লা নগরীর ২৫ জন, চৌদ্দগ্রামে ৩৪ জন, মনোহরগঞ্জে একজন, চান্দিনায় সাতজন, আদর্শ সদরে দুইজন, মেঘনায় দুইজন, দাউদকান্দিতে দুই জন, নাঙ্গলকোটে চারজন, বুড়িচং, সদর দক্ষিণ ও লালমাইয়ে একজন করে আক্রান্ত হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বুধবার পর্যন্ত কুমিল্লায় মোট ১৩ হাজার ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১১ হাজার ১১৭ জনের। এ দিন মনোহরগঞ্জে নয়জন, আদর্শ সদরে ও কুমিল্লা নগরীতে দুইজন করে মোট ১৩ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ২৭১ জন। এ দিন আদর্শ সদরে একজন মারা যায়। জেলায় করোনায় মোট মারা গেছে ৪৬ জন।

(ঢাকাটাইমস/১০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :