বগুড়ায় হাজার ছাড়ালো করোনা রোগী

প্রকাশ | ১০ জুন ২০২০, ২৩:৩৭

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বুধবার নতুন করে ৮২ জন করোনায় সংক্রমিত হওয়ায় এক হাজার ৩৭ জনে দাঁড়ালো জেলায় আক্রান্তের সংখ্যা। বুধবার রাতে করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন চিকিৎসক ও পুলিশসহ নতুন ৮২ জন করোনায় আক্রান্ত হওয়অর তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি সিভিল সার্জন জানান, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯জন। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজে বগুড়ার ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে আক্রান্ত হন ২৩জন। এ নিয়ে ২৪ ঘণ্টায় প্রাপ্ত ফলাফলে মোট আক্রান্ত ৮২জন। আক্রান্তদের মধ্যে দুজন শিশু ছাড়াও একজন চিকিৎসক ও একজন পুলিশ সদস্য রয়েছেন।

এ পর্যন্ত জেলায় সর্বমোট আক্রান্ত এক হাজার ৩৭ জন। সুস্থ হয়েছেন ৭৩জন। মারা গেছেন আটজন।

(ঢাকাটাইমস/১০জুন/কেএম)