যশোরে আরও নয়জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০২০, ১৩:১৩

যশোরে আরও নয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার রাত পৌনে ১২টায় এই তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন।

তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ল্যাব থেকে পাঠানো ৪৫টি নমুনা পরীক্ষার ফলাফলে এ সাতজনের করোনা পজেটি আসে। তাদের মধ্যে যশোর সদর উপজেলার চারজন, শার্শা উপজেলার দুইজন ও ঝিকরগাছার একজন রয়েছেন। এছাড়া একইদিন সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাঠানো যশোর জেলার ৯০টি নমুনা পরীক্ষার ফলাফলে কেশবপুরের এক নারী চিকিৎসক ও অভয়নগর উপজেলার একজনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরসহ জেলায় মোট ১৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৯৯ জন। এছাড়া করোনায় অভয়নগর নওয়াপাড়ার শিল্পপতি ও মুক্তিযোদ্ধা আমির হোসেনের (৭৩) মৃত্যু হয়েছে।

ঢাকাটাইমস/১১জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :