বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম করোনামুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জুন ২০২০, ১৭:০২ | প্রকাশিত : ১১ জুন ২০২০, ১৬:৫৮

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নঈম নিজাম সুস্থ হয়ে উঠেছেন। তার দেহে করোনা ভাইরাসের সংক্রমণ আর নেই। ফের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা নেগেটিভ এসেছে বলে বৃহস্পতিবার তিনি ঢাকা টাইমসকে জানিয়েছেন।

গত ১৮ মে থেকে দেশের স্বনামধন্য এই সাংবাদিকের দেহে অসুস্থতার নানা উপসর্গ দেখা দেয়। নমুনা পরীক্ষায় ২১ মে জানতে পারেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যান। সেই থেকে টানা ২২ দিন করোনার সঙ্গে লড়াইয়ের পর সুস্থ হয়ে ওঠেন।

সম্পাদক নঈম নিজাম ঢাকা টাইমসকে বলেন, ‘আমি সুস্থ আছি। ভালো আছি। অফিস করব যেকোনো দিন।’

তিনি জানান, ১৮ মে থেকে তার শরীর ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। শুরুতে ভেবেছিলেন রোজা পালনের কারণে শারীরিক দুর্বলতা থেকে জ্বর ও বমি হচ্ছে। পরে ২১ মে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকের সম্পাদক মনে করেন, করোনার বিরুদ্ধে লড়তে মানসিক শক্তিটাই বেশি প্রয়োজন। আক্রান্ত হওয়ার পর ভেঙে পড়লে হবে না। স্বাভাবিক থেকে ও মনোবল ধরে রেখে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে হবে।

তিনি জানান, আক্রান্ত হওয়ার পুরো সময়টায় মুঠোফোনে অফিসের কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন। বই পড়ে ও সিনেমা দেখে সময় কাটিয়েছেন। কখনো করোনা আক্রান্তের বিষয়টি ভাবনায় আনেননি। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলেছেন। এই কঠিন সময়টায় পরিবারের সদস্যদের সাহসও রোগীর জন্য বড় প্রয়োজন বলে মনে করেন তিনি।

(ঢাকাটাইমস/১১মে/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

এই বিভাগের সব খবর

শিরোনাম :