লালমনিরহাটে সেনা বাহিনীর বিনামূল্যে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা প্রদান

প্রকাশ | ১১ জুন ২০২০, ১৭:৪৫

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা প্রদান করেছে সেনা বহিনী। বৃহস্পতিবার দুপুরে জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দিনব্যাপী এ সেবা দেওয়া হয়।

৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া সেনা বাহিনীর ব্যবস্থাপনায় এই সেবা কার্যক্রম চালানো হয়। স্থানীয় মা ও শিশুসহ দূর দুরান্তর থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ লেঃ কর্ণেল তাসনিম, শিশু বিশেষজ্ঞ মেজর ইয়াসিন। এসময় লালমনিরহাট ৩৪ ইষ্ট বেঙ্গল’র লেঃ কর্নেল হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১১জুন/পিএল